সারিয়াকান্দিতে মোবইল ফোনে প্রশ্নপত্র ধারণ করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায়
এম তাজুল ইসলাম, সারিয়াকান্দি বগুড়া থেকে: প্রাথমিক সমাপনী (পিইসিই) পরীক্ষার ১ম দিনেই মোবাইল ফোনে প্রশ্নপত্র ধারণ করার দায়ে রাসেল মিয়া নামের এক নৈশ প্রহরী কাম দপ্তরির নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সে রামচন্দ্রপুর গ্রামের বাবলু সরকারের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই পরীক্ষায় প্রথম দিনে ছিল ইংরেজী প্রথমপত্র বিষয়ের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন উপজেলার রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাসেল মিয়া কেন্দ্র থেকে বাহিরে কথা বলার সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল কাদেরের নজরে আসে। এরপর তার কাছ থেকে মোবাইল ফোনটি আটক করার পর চলতি ইংরেজী পরীক্ষার প্রশ্ন পত্র দেখতে পান। পরে তাকে ভ্রাম্য আদালতে হাজির করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনাব আব্দুল কাদের সাংবাদিকদের জানান, জরিমানা আদায় ছাড়াও অভিযুক্ত নৈশ প্রহরী রাসেল মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসাকে নির্দেশ দেওয়া হয়েছে।